Share !
আখতার হোসাইন খান
বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুর উপজেলার ২নং উঃচরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার।তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক ঈদুল আযহা। শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আযহার আবেদন চিরন্তন। ঈদ মানে আনন্দের বন্যা, খুশিরজোয়ার। সবার মাঝে ছড়িয়ে পড়ুক কোরবানির ত্যাগের মহিমা।
ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে যে গড়ে তোলে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন উল্লেখ করে চেয়ারম্যান বলেন, এ দিন ধনী–গরীব, আশরাফ আতরাফ নির্বিশেষে সবাইএক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
ঈদের আনন্দ বিরাজমান হউক প্রত্যেক ঘরে ঘরে এবং ঈদুল আযহা শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে
অনুপ্রাণিত করুকএ প্রত্যাশাকরে সুযোগ্য চেয়ারম্যান সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর পবিত্র ঈদুল আযহা কামনা করেন।
ঈদের আনন্দ বিরাজমান হউক প্রত্যেক ঘরে ঘরে এবং ঈদুল আযহা শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে
অনুপ্রাণিত করুকএ প্রত্যাশাকরে সুযোগ্য চেয়ারম্যান সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর পবিত্র ঈদুল আযহা কামনা করেন।