বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের। কাল ২১৬তম ওয়ানডে খেললেন উইকেটকিপার ব্যাটসম্যান। পেছনে পড়লেন বাংলাদেশের জার্সিতে ২১৫ ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি অবশ্য এশিয়া একাদশের হয়ে আরও দুটি ওয়ানডে খেলেছেন।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে ওয়ানডে | |
মুশফিকুর রহিম | ২১৬ |
মাশরাফি বিন মুর্তজা | ২১৫ |
সাকিব আল হাসান | ২০৬ |
তামিম ইকবাল | ২০৪ |
মাহমুদউল্লাহ | ১৮৫ |