সাইফুল ইসলাম মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে নার্সিং কলেজের আবাসিক হোস্টেলের ৩য় তলা থেকে ডিপ্লোমার প্রথম বর্ষের ছাত্রী মৌ দত্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অন্যান্য ছাত্রীরা কলেজে উপস্থিত থাকলেও মৌ কলেজে যায়নি।এসময় সহপাঠিরা তাকে ডাকতে যায় এবং গিয়ে দেখেন মৌ কলেজের ছাত্রী নিবাসের কক্ষের ফ্যানের সাথে ঝুলে আছে। পরে কলেজে থেকে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।মৌ খুবই মেধাবী ছিলো।গত দুদিন থেকে সে কলেজে অনুপস্থিত ছিল। কি কারণে এমন ঘটছে বলতে পারছি না। বললেন কলেজের অধ্যাক্ষ মার্গারেট সরজিনি বিশ্বাস।মাদারীপুর সদর থানার এসআই লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাপাতাল মর্গে পাঠান হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।