আরিফুর সাদনানঃ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রি করায় ৪টি বেকারীকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা শহরের বিভিন্ন ব্রেড এবং বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রয় করে আসছে এ তথ্যের উপর ভিত্তি করে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকার বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, খাজা ফুড ব্রেড এন্ড বিস্কুট, মধুমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী এবং রুহি ব্রেড এন্ড বিষ্কুট ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তর-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। এ সময় বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রয় করার দায়ে ছয় লক্ষ টাকা, খাজা ফুড ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরীর দায়ে তিন লক্ষ, মধুমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রয় করার দায়ে এক লক্ষ টাকা এবং রুহি ব্রেড এন্ড বিষ্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রির করার দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রধান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।