আখতার হোসাইন খান
বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শোকের মাস আগস্ট ২০১৯ এর মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, ১৬ই আগষ্ট লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সাহেবের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। আলোচনা সভা শেষে অসহায়দের মাঝে শাড়ী, লুঙ্গী,এবং খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও রায়পুর পৌর আওয়ামীলীগের সংগ্রামী আহ্বায়ক জননেতা নেতা কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক উপজেলা চেয়াম্যান আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, সাবেক পৌর মেয়র সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান,উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ ।
আলোচনা সভায় যোগ দেয়ার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি’র নেতৃত্বে প্রায় আড়াই হাজার লোক নিয়ে আলোচনা সভায় যোগদেন। সভা শেষে স্বরন কালের বৃহত্তম বিশাল শোক র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।