কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ রাসেল তপেদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৯/০৮/২০১৯ ইং তারিখ সোমবার বেলা ১২টার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে থেকে রাসেল তপেদারকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের আগমারাই গ্রামের তৌহিদ তপেদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, রাসেল তপেদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে তিনটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’