কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নেকবর আলী মোল্লা (৮০) মৃত্যুবরণ করেছেন।
২৩/০৮/২০১৯ ইং তারিখ শুক্রবার দুপুর ২ঘটিকায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৪ মেয়ে ও দুই স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ (শুক্রবার) রাত ৯:৩০ ঘটিকায় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। রাজনৈতিক জীবনে নেকবার আলী মোল্লা গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নেকবর আলী মোল্লা আর নেই