কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সদর উপজেলার ১৩নং ওয়ার্ডের বারখাদা এলাকার মোছাঃ জেসমিন অাক্তারের ১৪,৫০০ টাকা অাংশিক অাগুনে পুড়ে ছাই হয়েছে। গত ১৫\০৮\২০১৯ইং তারিখে অানুমানিক রাত ১টার দিকে নিজের বসত ঘরে থাকা ১৪,৫০০ টাকা অাংশিক অাগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জেসমিন অাক্তার সদর উপজেলার ১৩নং ওয়ার্ডের বারখাদা এলাকার মোঃ অাবেদ অালীর মেয়ে। এ ঘটনায় ২১\০৮\২০১৯ তারিখে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করা হয়েছে। জিডি নং ৯৩৮।