আলী আজগর (লক্ষ্মীপুর সদর) প্রতিনিধিঃ রায়পুর উপজেলা উঃচরবংশী ইউনিয়ন ৯নং ওয়ার্ড সিক্দার কান্দী মৃতঃঈমান হোসেন কাজি তৃতীয় মেয়ে, বৃহস্পতিবার দুপুদর ১ঃ৩৪ মিনিটে মা,ভাবি সাথে কথা কাটা-কাটি জেরধরে রাগে,অভিমানে শাহিনা আক্তার(১৪)অষ্টম শ্রেণির ২০১৯ সালের জি এস সি পরিক্ষার্থী।চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে হাজিমারা পুলিশ ইনর্চাজ আবু কালাম আজাত(I C ) সহ ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে।ময়লা তযর্ন্তে জন্য লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে হাজিমারা ফারিতে তার বড় বোন আয়শা বাদী হয়ে একটি হত্যা মামলা করে।