কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে “গোয়ালন্দ ফুটবল একাডেমীর”আয়োজনে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
গত ০২/০৯/২০১৯ ইং তারিখ সোমবার নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ০৫:০০ ঘটিকায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার “রুবায়েত হায়াত শিপলু”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন রনি (কাউন্সিলর পৌর ৯ নম্বর ওয়ার্ড ও উপদেষ্টা গোয়ালন্দ ফুটবল একাডেমী)। ইব্রাহীম সরদার (ইপি সচিব ও উপদেষ্টা,গোয়ালন্দ ফুটবল একাডেমী এবং সভাপতি, যুগান্তর স্বজন সমাবেশ)। সেলিম মুন্সি (পরিচালক, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ)। শামীম শেখ ( যুগান্তর প্রতিনিধি ও উপদেষ্টা, গোয়ালন্দ ফুটবল একাডেমী)। মোঃ সাজ্জাদ হোসেন ( পরিচালক, গোয়ালন্দ ফুটবল একাডেমী)। মোঃ সাইদুল ইসলাম। ( সহ-সভাপতি ও প্রশিক্ষক, গোয়ালন্দ ফুটবল একাডেমী)। এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এক ঝাঁক উদীয়মান ফুটবলার।
উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ ক্যাম্প মাস জুড়ে চলবে।