মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় পুকুরে ডুবে তানভীর আজিজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শরুশুনা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি কামরুল-লিমা দম্পত্তির কনিষ্ঠপুত্র।জানা গেছে শিশুটির মা তাকে পাশে নিয়ে নিজ বাড়িতে কাজ করছিল। অবচেতন মূহুর্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, পরে তাকে উদ্ধার করে শালিখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আপাত উদ্দীন ও রনি বিশ্বাস শিশুটিতে মৃত্যু ঘোষণা করেন। উলেখ্য শিশুটির বাবা কামরুল হাসান (কুয়েত প্রবাসী) আজ বুধবার বাড়িতে আসার পর শিশুটিকে দাফন করা হবে।
