চরফ্যাশন প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলা দুলার হাট থানায় ১৬ পিচ ইয়াবা সহ নীলকমল ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতিকে আটক করা হয়েছে। (১৮ সেপ্টেন্বর) বুধবার বেলা ৩.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুলার হাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চরযমুনা ৫নং ওয়ার্ডে ইয়াবা বিক্রির সময় ১৬পিচ ইয়াবা সহ ১ জন কে আটক করা হয়।থানা সুত্রে জানা যায় ইয়াবা ব্যবসায়ী বাবুল মাঝি (৫০), পিং মৃত জলিল মাঝি।ইয়াবা আদান প্রদানের সময় তাকে গ্রেফতার করা হয়,তার ৪/৫ সঙ্গী পালিয়ে যায় ।
দুলার হাট থানার তদন্ত অফিসার ও দায়িত্বে থাকা ইনচার্জ মো: নওরোজ আলী বলেন ইয়াবা বিক্রির সময় বাবুল মাঝি কে আটক করা হয়েছে। ১৮ সেপ্টেন্বর ইয়াবা বিক্রির অপরাধে ০৭ নং মামলা রুজ্জু করা হয়েছে।