কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচন করায় সুজন খন্দকার (২৮) নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত সুজন খন্দকার, দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহাদাত মেম্বারের পাড়ার মৃত মোহাম্মদ খন্দকারের ছেলে। এ ঘটনায়, সুজন খন্দকার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার প্রেক্ষিতে, সোহেল মন্ডল (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদত মেম্বারের পাড়ার মোতালেব মন্ডলের ছেলে।
মামলায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৮/০৯/২০১৯ ইং তারিখ বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া আজিজ বোডিংয়ের সামনে সুজন খন্দকারকে একা পেয়ে সোহেল মন্ডল এর নেতৃত্বে আরে ২০/২৫ জন ব্যক্তি হামলা চালায়। এসময় হামলাকারীরা বলে সুজন আজ তোকে নৌকা মার্কার নির্বাচন করার স্বাদ মিটিয়ে দেব। এ কথা বলেই মারপিট শুরু করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় সুজন খন্দকার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
মামলায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৮/০৯/২০১৯ ইং তারিখ বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া আজিজ বোডিংয়ের সামনে সুজন খন্দকারকে একা পেয়ে সোহেল মন্ডল এর নেতৃত্বে আরে ২০/২৫ জন ব্যক্তি হামলা চালায়। এসময় হামলাকারীরা বলে সুজন আজ তোকে নৌকা মার্কার নির্বাচন করার স্বাদ মিটিয়ে দেব। এ কথা বলেই মারপিট শুরু করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় সুজন খন্দকার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।