কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মিয়া পাড়ার পান্নু মোল্লার বাসের সাঁকোর উত্তর পাশে অভিযান চালিয়ে রুবেল মৃধা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী শাখা । রুবেল দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার মুসা মৃধার ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর মাতুব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মিয়া পাড়ার পান্নু মোল্লার বাসের সাঁকোর উত্তর পাশে অভিযান চালিয়ে রুবেল মৃধাকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে তিনি বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৭০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার