কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধে, ০৪/১০/২০১৯ ইং তারিখ শুক্রবার সকাল ০৯:০০ ঘটিকায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছে গোয়ালন্দ শিশু সংসদ। উক্ত মানববন্ধনে আপনি ও আপনার পরিবারসহ সকলকে
অবশ্যই অবশ্যই উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান করা হইলো।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম যেভাবে নদীর বুকে বিলিন হয়ে যাচ্ছে, এরকম চলতে থাকলে মানচিত্র থেকে উঠে যাবে আমদের প্রান প্রিয় গোয়ালন্দ উপজেলা।
আপনি যদি নিজ জন্মভূমিকে ভালবেসে থাকেন, আপনি যদি গোয়ালন্দকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আপনি এবং আপনার সমাজ ও পরিবার ঐক্যবদ্ধ হয়ে, আমাদের মানববন্ধনে অংশগ্রহন করবেন।
এটা শুধু আমার আপনার একার লড়াই নয়, গোটা গোয়ালন্দ বাসীর লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের সকলের প্রচেষ্টা, ঐক্যবদ্ধতা ও জোড়ালো দাবির মাধ্যমে আমরা অবশ্যই আমাদের নদী ভাঙ্গন প্রতিরোধ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
নিজ নিজ দায়বদ্ধতা থেকে আমাদের মানববন্ধনে আপনার ও আপনাদের উপস্থিতি আহবান করছি।
মানববন্ধনে উপস্থিত হওয়ার স্থান দৌলতদিয়া মডেল হাই স্কুল সংলগ্ন সাইনবোর্ড এলাকায়।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » "গোয়ালন্দ শিশু সংসদের উদ্যোগে" দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন