আলী আজগর (লক্ষীপুর সদর)প্রতিনিধিঃ লক্ষীপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি), লক্ষ্মীপুর এর পুলিশ পরিদশর্ক রাহেদুল ইসলাম, এসআই মোঃ আব্দুল মান্নান, এসআই মোঃ সুমন কবির মৃধা, এএসআই মোঃ বাকের হোসেন, এএসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স লক্ষীপুর জেলার সদর থানা ও রায়পুর থানার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আসামী মোরশেদ আলম(২৫), মোঃ আবুল হাশেম(৪৯),তোফায়েল(৫০)এনামুল হক দুলাল (৪০),জাকির হোসেন(২২),দিদার(২০),মোঃ সুমন(৩২),মোঃ বিল্লাল হোসেন ও মোঃ আবু তাহের(৬২)’দেরকে চাঁদার টাকাসহ হাতে নাতে আটক করেন। তারা প্রত্যেকে চিহ্নিত চাঁদা আদায়কারী। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আলাদা থানায় ০২ টি মামলা হয়।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » জেলার-খবর » লক্ষ্মীপুর পৌর এলাকায় চাঁদা আদায় করার সময় গ্রেফতার-৯জন