সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ইসলামিয়া সরকারি কলেজে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির শিক্ষার্থী টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিয়া সরকারি কলেজে শিক্ষার্থী টিম গঠন উপলক্ষে আয়োজিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা করেন সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, সাইফুল ইসলাম। অনুসন্ধান কমিটির সংগঠক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হেলাল তালুকদার ও গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক ও বাসদ নেতা নবকুমার কর্মকার । অনুষ্ঠানে উপস্থিত শতাধিক শিক্ষার্থীর মধ্যে থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ সদস্যের ৩ টি টিম গঠন করা হয়।