কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
” পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানে রাজবাড়ী উপজেলার গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে থানা চত্ত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সমকাল প্রতিনিধি আজু শিকদার প্রমুখ।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত