আখতার হোসাইন খান
নিজস্ব প্রতিবেদক।
রায়পুর উপজেলার চরবংশী এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি পরীক্ষা। সারা দেশের মতো রায়পুর-২ কেন্দ্রে শনিবার সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। এর আগে শিক্ষার্থীদের দেহ তল্লাশী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। সব পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন রায়পুর -২ এর কেন্দ্র সচিব মোহাম্মদ আলী বাবুল।
এবার এ কেন্দ্রের অধীন ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬২৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছে । এর মধ্যে ছাত্র ৬০৩ জন এবং ছাত্রী ১০২১ জন।
প্রশ্নপত্র ফাঁস কিংবা গুজব না থাকায় এবারও পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ভিজিলেন্স টিম গঠন করেছে। এছাড়া উপজেলা প্রশাসনও পৃথকভাবে তদারকী টিম গঠন করেছে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মোহাম্মদ আলী বাবুল।