রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী পল্লী বিদ্যুতের সামনে বিদ্যুতের সাব স্টেশন নির্মান কাজের পাইলিংয়ের সময় ট্রাইপড উল্টে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় সেখানে কর্মরত শ্রমিকেরা। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা সঠিক ভাবে গ্রহণ না করায় এমন ঘটনা ঘটেছে।
জানা যায়, রাজবাড়ী পল্লী বিদ্যুতের সামনে কয়েক মাস ধরে চলছে একটি সাব স্টেশন নির্মাণ কাজ। স্টেশনটির সুইচ ইয়ার্ড বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল এনার্জি প্যাক নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। শনিবার দুপুরে হঠাৎ করেই সেখানে পাইলিং করার সময় ট্রাইপডের একটি খুটির নিচ থেকে কাঠ সরে যায়। এসময় ট্রাইপড মাটিতে গুড়িয়ে পড়ে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এনার্জি পাকের স্থানীয় উপসহকারি প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, দুর্ঘটনা বসত এটি হয়েছে। কাজে আমাদের কোন নিরাপত্তার অভাব ছিল না।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » রাজবাড়ী বিদ্যুতের সাব স্টেশন নির্মানে পাইলিংযের সময় উল্টে গেল ট্রাইপড। অল্পের জন্য রক্ষা পেল শ্রমিকেরা