সকালবেলা অনলাইনঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি বদলি করা হয়েছে। থানাগুলো হলো- মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, বিমানবন্দর, নিউমার্কেট, দারুস সালাম, চকবাজার এবং বাড্ডা থানা।
সোমবার (২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এছাড়া একই আদেশে, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগ, মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগ, দারুসসালাম থানার মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, চকবাজার থানার মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগ, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগ, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সদরদফতর ও প্রশাসন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি ক্যাসিনোকাণ্ডের পর মতিঝিলসহ ৯ থানার ওসিকে বদলির করে আদেশ দিয়েছিল ডিএমপি।