,সিরাজগঞ্জ প্রতিনিধি:
“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রত্যাশা প্রকল্প প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে শেষ হয়।
সিরাজগঞ্জের মুক্তির সোপানে আলোচনা সভা, অভিবাসন মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) মোঃ তোফাজ্জাল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, আইওএম প্রকল্প সহকারী আনিকা আজহার, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইচ উদ্দিন ও আইএমটি অধ্যক্ষ মোঃ জিয়াউল হক।
এছাড়া অভিবাসীদের সন্তানদের মাঝে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস বোর্ডের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত নাটক, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।