মো: মুকুল মুরাদ, শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান একটি ফার্মেসি ও একটি টেইলার্সসহ ৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের দরগার চালা রোডের রফিকুল ইসলামের মার্কেটে এ দূর্ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটটির ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।