চিলাহাটি -নীলফামারী প্রতিনিধি:
শাখামাছা হাটের সৌজন্যে নীলফামারী জেলার ডিমলায় শীতার্ত প্রতিবন্ধী , এতিম ও দুঃস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ডিমলার সাবেক ছিট মহল ঝুনাগাছ চাপানি এলাকার ৭,৮ নং ওয়ার্ডের মধ্যবিত্ত হতদরিদ্র শীতার্ত প্রতিবন্ধী, এতিম ও দুঃস্তদের মাঝে (২০০)শ কম্বল বিতরণ করা হয়। এবং তাদের মধ্যে বেশিভাগ প্রতিবন্ধী ও এতিম ।
গরিব দুঃখী অসহায় নিম্ন আয়ের পেশাজীবী এবং শীতার্ত প্রতিবন্ধী , এতিম ও দুঃস্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নুরুল করিম ,জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নীলফামারীর কৃতি সন্তান মোঃ তাহমিন হক ববি , শাখামাছা হাটের ফুজিয়া ইয়াসমিন জলি, এ আর বাশার , সাংবাদিক ইনজামুল হক নির্ণয়, মাহমুদ হাসান নয়ন, সাংবাদিক হিমেল চন্দ্র রায় ।
প্রতিবছরের মত এবারও গরিব দুঃখী নিম্ন আয়ের শীতার্ত প্রতিবন্ধী, এতিম ও দুঃস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।