মোহনগঞ্জ ( নেত্রকোনা ) সংবাদদাতা:
নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার দুপুরে উপজেলা চত্বরে ও আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি ও মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ২’শ ৫০ গরীব মানুষকে বিনামূল্যে বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, সহকারী কমিশনার(ভূমি) নাজনীন সুলতানা প্রমুখ।
অপরদিকে একই অনুষ্ঠানে ৯৮ জন ভূমিহীনদের মাঝে কবলিওত দলিল প্রদান ও বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠাকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ও কম্বল বিতরন করা হয় । সারা দিন ব্যাপী অনুষ্ঠানাদিতে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির মাহবুব হাসান শাহীন, জিয়াউল হক টিটু, আনোয়ারুল ইসলাম খন্দকার, মোঃ নূরুল হক প্রমুখ।