শ্রীপুর প্রতিনিধি: বছরের প্রথম দিনেই শ্রীপুরেও উদযাপিত হলো বই বিতরনের মহাউৎসব।
বছরের প্রথম দিনেই সারা দেশেই আজ নতুন বই বিতরনে মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হয় রঙিন মোড়কে ছাপা প্রিয় গন্ধে মুখরিত নতুন বই। অত্যন্ত আনন্দ আর উল্লাসে ছাত্রছাত্রীরা নতুন বই পেয়ে খুশিতে আত্বহারা। বছরের প্রথম দিনেই বই বিতরনের মধ্য দিয়ে সন্তানদের এই আনন্দ আর হাসিমাখা মুখ দেখে আনন্দিত হয় অভিবাবকরাও। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য,
“জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ” বলেন-
একটি উন্নত ও শিক্ষিত জাতি গড়ার লক্ষে সরকারের নানামুখী উন্নয়ন ও চিন্তাচেতনারই একটি অংশ হল বিনামূল্যে এই বই বিতরন। এবং শিক্ষাব্যবস্থায় সরকারের নানামুখী কল্যানমূলক ভাবনারই একটি বহিপ্রকাশ হলো বছরের প্রথম দিনেই বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে সরকারী এই বই বিতরনের মূল উদ্যেশ্য। তিনি আরো বলেন, একটি শিক্ষিত জাতি হিসেব এই বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এসময় প্রধান অথিতির অন্যান্ন অথিতিবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা পরিষদের চ্যায়ারমেন এডভোকেট সামসুল অালম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সহ সরকারী বেসরকারি বিভিন্ন কর্মকর্তাগণ ও আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।