নীলফামারী প্রতিনিধি,
শীতের মধ্যেও জীবিকার তাগিদে গরুর হাল নিয়ে বের হতে হয়েছে বৃদ্ধ এই মানুষটিকে।
প্রচণ্ড শীতে কাঁপছে বাংলাদেশের উত্তরের হিমালয় ঘেষা কৃষি নির্ভরশীল জেলা নীলফামারী। । শীতের তীব্রতার সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এদিকে ঘন কুয়াশার পাশাপাশি গতরাতে দেখা দিয়েছিল হালকা বৃষ্টি। আজ দুপুর ১:৩০ মিনিট থেকে শুরু হয়েছে বৃষ্টি । এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না।ফলে দিনের বেলায়ও সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচলও। ঢাকা রুটের গাড়িগুলো কুয়াশার কারণে অনেক দেরিতে পৌঁছাচ্ছে।
প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পরেছে শ্রমজীবী মানুষ। ঠাণ্ডা বাতাস ও বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বাংলাদেশের উত্তরের হিমালয় ঘেষা নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির মানুষগুলো পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শীত নিবারণ করতে পারছেন না।