সিরাজগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় এনায়েতপুর থানার ইসলামপুর আটারদাগ গ্রাম থেকে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াকুব আলী এনায়েতপুর থানার রুপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, গত রবিবার সন্ধ্যা থেকে তাঁত শ্রমিক ইয়াকুব আলী নিখোঁজ ছিলো। আজ দুপুরে এনায়েতপুরের ইসলামপুর আটারদাগ এলাকায় সরিষা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।