মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শালিখায় ব্যক্তি উদ্যোগে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার আলো ছড়াতে ও শিশু কিশোরদের স্বশিক্ষিত করতে অগ্রগামী ভূমিকা পালন করছেন তপন ঘোষ। দেশের সকল নাগরিকের ন্যায় ছিন্নমূল, ঝড়ে পড়া শিশুসহ প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষায় ৫ বছর ধরে নিজ অর্থায়নে পরিচালিত হচ্ছে বীরেন্দ্রনাথ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে রয়েছে প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা।
এছাড়া রয়েছে দুটি অফিস কক্ষ, সার্ধশতাধিক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু, বিশ জন শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীদেও যাতায়াতের জন্য রয়েছে পাঁচটি গাড়ি। প্রতিবছর সরকারি নানা কর্মসূচিসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সজীব ওয়াজেদ পুতুলের স্বপ্ন বাস্তবায়নের দূঢ় প্রত্যয়। বিদ্যালয়টি দাতা সদস্য বীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন ধনেশ্বরগাতী, খিলগাতী, সর্বসাংদা, ছানি আড়পাড়া, থৈপাড়া, মানিকনগর, সিংড়া, তালখড়ি, দেবিলা, গোবিন্দপুর, গজদূর্বাসহ ২৭টি গ্রামের প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে আমাদের স্বল্প প্রচেষ্টা মাত্র।