মাগুরা, শ্রীপুর প্রতিনিধি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি শ্রীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সুফিয়ান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,সহ-সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জনাব জাকির হোসেন কানন,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদুল গনি শাহীন,ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দিন,সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন