পটুয়াখালী প্রতিনিধি:–––––
পটুয়াখালীতে আজ ১৫ জানুয়ারি সকাল ১০টায় পটুয়াখালী শিশু একাডেমিতে সম্প্রীতি সংলাপ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সম্প্রীতি এর আহবায়ক পীযুষ বঙ্গোপাধ্যায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ নাসির উদ্দিন আহমে, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ গোলাম সরোয়ার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড. সুলতান আহম্মেদ মৃধা, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বিমান চন্দ্র্র বড়–য়া প্রমুখ। এসময় সভার সভাপতিকে ক্রেস্ট প্রদান করেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহব্বান জানিয়ে বক্তব্য দেন সভার সভাপতি ও বাংলাদেশ সম্প্রীতি এর আহবায়ক পীযুষ বঙ্গোপাধ্যায়।