বান্দরবান প্রতিনিধি: বান্দরবান লামায় সদ্য ৫ম শ্রেণী পাশ এক শিশু তাহমিনা প্রশাসনের প্রচেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়ে পুণঃরায় স্কুলে ফিরেছে।
১৩ জানুয়ারি রাতে লামা পৌরসভার মধুঝিরি নিবাসী তাহমিনা (১৫) বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসন ত্বরিত ব্যবস্থা নিয়ে বন্ধ করে বিবাহ অনুষ্ঠান।
পরে প্রশাসনের সহায়তায়, মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের থেকে শিক্ষা সনদ নিয়ে, লামা আদর্শ বালিকা উচ্চ ভর্তি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,২০১৯ সালে মধুঝিরি সঃপ্রাঃবিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে পাশ করলেও অর্থাভাবে স্কুলেও ভর্তি হতে পারেনি তাহমিনা।
৭ বোনের মধ্যে সবার বড় তাহমিনা লামা পৌরসভার মধুঝিরিতে নানার বাড়ি থেকে লেখাপড়া করত,বাকীরা বাবা-মার সঙ্গে নোয়াখালি হাতিয়ায় থাকে,দিন মজুর বাবার অভাবের কারণে স্কুলে পড়াতে না পারায় তাহমিনাকে বিয়ের ব্যবস্থা করেছে বলে জানা যায়।