Sunday , 28 February 2021
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
Home » দৈনিক সকালবেলা » ১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও বেঁচে যায় আজাদ কাশ্মিরের সামিনা বিবি

১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও বেঁচে যায় আজাদ কাশ্মিরের সামিনা বিবি

সকালবেলা অনলাইনঃ ১২ বছর বয়সী ওই কিশোরীকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েক ফুট উঁচু বরফের স্তরের মধ্যে ১৮ ঘণ্টা আটকে ছিল সে। পাকিস্তানের আজাদ কাশ্মিরের এই কিশোরীর নাম সামিনা বিবি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন যে, হিমবাহ আঘাত করার পর নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকা পড়ে সে। বরফের নীচে সেই কক্ষে তৈরি হওয়া ট্র্যাপ বা ফাঁদে শুয়ে পড়েছিল সে।
উদ্ধারের আগে বেঁচে থাকার খুব একটা আশা সে করেনি। সামিনার কথায়, ‘আমি ভেবেছি আমি সেখানেই মরবো’। আজাদ কাশ্মিরের নিলম ভ্যালিতে বড় ধরনের তুষার আর ভূমিধসে সম্প্রতি মৃত্যু হয়েছে অন্তত ৭৪ জনের। হিমালয়ের এই অঞ্চলটির আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে এটাই কোনো ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড।এবারের দুর্যোগে ভারতশাসিত জম্মু কাশ্মির ও আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিশেষ করে নিলম উপত্যকা এলাকা।   মূহুর্তেই ঘটে যায় ঘটনাটি
সামিনাকে উদ্ধার করা হয় আজাদ কাশ্মিরের বাকওয়ালী গ্রাম থেকে এবং পরে নেয়া হয় মুজাফফরাবাদের একটি হাসপাতালে। তার মা শাহনাজ বিবি জানিয়েছেন যে, বরফের ধস যখন আঘাত হানে তখন পরিবারের সদস্যদের নিয়ে তিনি তাদের তিন তলা বাড়িতে গোল হয়ে বসে আগুন পোহাচ্ছিলেন।‘আমরা শব্দ শুনতে পাইনি। মূহুর্তের মধ্যেই সব ঘটে গেছে,’ বলছিলেন তিনি। এমনকি মেয়েকে ফেরত পাবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি।সামিনা বলছে, তার পা ভেঙ্গেছে এবং তার মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিলো। আর যতক্ষণ উদ্ধারের অপেক্ষায় ছিল সে ততক্ষণ ঘুমাতে পারেনি।এদিকে পুরো পাকিস্তান জুড়ে বরফধস আক্রান্ত এলাকাগুলোতে প্রায় একশ মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আর ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আটজন মারা যাওয়ার খবর দিয়েছে সেখানকার গণমাধ্যম। প্রায় ৮৬ হাজার বর্গকিলোমিটারের কাশ্মির তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে এই কাশ্মির নিয়েও কয়েক দশক ধরে সংঘাত চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সূত্র : বিবিসি।

About Sakal Bela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*