গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ঃ
গোয়ালন্দ উপজেলা পরিষদের গাড়িতে আসামি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলাবাসী। এসময় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
সোমবার সকাল ১১টার দিকে একটি মামলার আসামী গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাজবাড়ী কোর্টে নেওয়ার জন্য উপজেলা পরিষদের সরকারি গাড়ী ব্যবহার করেন। গাড়িতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ। এসময় আসামী মেহেদী হাসান রুবেলকে উপজেলা পরিষদের গাড়িতে বহন করার প্রতিবাদে গোয়ালন্দবাসী প্রায় ৫শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ ভ্যান উপস্থিত না থাকায় বিশেষ নিরাপত্তার কারণে আসামীকে উপজেলা পরিষদের গাড়িতে পাঠানো হয়। মহাসড়কে নেওয়ার পর ভাড়া গাড়িতে কোর্টে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা পরিষদের গাড়িতে কোন আসামী কোর্টে পাঠানো নিয়ম নেই। এব্যাপারে অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তাদের জানানো হবে।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এর অনুরোধে উপজেলা পরিষদের গাড়ীতে আসামী মেহেদী হাসান রুবেলকে কোর্টে নেওয়ার উদ্দ্যেশে রওয়ানা হই। তবে মহাসড়কে এলাকাবাসীর প্রতিবাদে তাকে নামিয়ে দেওয়া হয়।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » গোয়ালন্দে উপজেলা পরিষদের গাড়িতে আসামী বহন, প্রতিবাদে বিক্ষোভ