যশোর-৬ আসনের সংসদ সদস্য এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।তিনি চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বগুড়ার সাতানী জমিদার বাড়ির মরহুম মাহবুবুর রহমান চৌধুরী এবং মরহুমা সায়েরা খাতুনের একমাত্র কন্যা ইসমাত আরা ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েড এবং ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।স্বামী প্রয়াত আবু শরাফ হিফজুল কাদের সাদেক ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সফল শিক্ষামন্ত্রী। ১৯৯২ সালে ইসমত আরা এবং তার স্বামী, সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক, আওয়ামী লীগে যোগ দেন। দশম জাতীয় সংসদের যশোর ৬ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে, প্রথমে তাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও তিনি মন্ত্রিত্ব পাননি।