বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ্ত্যা মামলার ২২ আসামিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কারাগার থেকে আদালতে নেয়া হয়।পরে অভিযোগ আমলে নেন বিচারক। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) শুনানির জন্য দিন ধার্য করেন।প্রসংগত উল্লেখ্য যে,গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় মামলা করেন আবরারের বাবা। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।