মহেশখালী(কক্সবাজার)প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার প্রবাসী কল্যাণ একাডেমি’র উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২৫ই জানুয়ারি সকাল ১১টায় মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সব ধরনের বেহায়াপনা, মাদক ও সন্ত্রাস থেকে সঠিক পথে এগিয়ে আসার আহবান জানিয়ে এলাকার মালেশিয়ার প্রবাসী ১০ জন যুবক এই আয়োজনের উদ্যোগ নেন। উক্ত কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৪টি হেফজখানার ১৪ জন ছাত্র অংশগ্রহণ করেন। এতে বিচারকরা প্রতিযোগীদের মধ্য থেকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য ৩ জনকে মনোনীত করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ। মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহেশখালী উপজেলা শাখার সভাপতি এম.আবদুল হাকিমের সভাপতিত্বে কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আমির হোসাইন, সমাজসেবক আহমুদুর রহমান, লিয়াকত আলী, মিজানুর রহমান চৌধুরী, এসএম সিরাজুল হক, মাস্টার বজলুল কবির, মুহাম্মদ উল্লাহ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু ছৈয়দ নূরী, মাওলানা ক্বারী সালামত উল্লাহ, হাফেজ মাওলানা আক্তার আহমদ, মাওলানা আবদুল হামিদ ও মাওলানা নূরুল হক আরমানী। এদিকে সুন্দর ও সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রবাসী কল্যাণ একাডেমির সভাপতি রহিম উল্লাহ, সাধারন সম্পাদক সিরাজুল মোস্তাফা সহ সকল সদস্যবৃন্দ।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » কালারমারছড়া মিজ্জির পাড়া প্রবাসী কল্যাণ একাডেমির' উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্টিত