অনলাইন ডেস্কঃ
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালে গণসংযোগ শুরু করছেন।বুধবার বেলা ১১টায় বারিধারা ডিওএইচএস এর দক্ষিণ গেট থেকে এ গণসংযোগ শুরু করেন। সঙ্গে আছেন ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েল( ব্যাডমিন্টন র্যাকেট মার্কা)।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন এ্যানী, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালে গণসংযোগ শুরু করছেন।বুধবার বেলা ১১টায় বারিধারা ডিওএইচএস এর দক্ষিণ গেট থেকে এ গণসংযোগ শুরু করেন। সঙ্গে আছেন ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েল( ব্যাডমিন্টন র্যাকেট মার্কা)।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন এ্যানী, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।