সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ ঈশ্বরদী রাজশাহী পর্যন্ত চলাচলরত লোকাল ট্রেনটি বন্ধ করে দেয়া সিরাজগঞ্জের এক্সপ্রেস ট্রেন থেকে
এসি বগি খুলে নেয়া সহ নিম্নমূখী রেল সেবার মানের প্রতিবাদে এবং অবিলম্বে লোকাল ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি বগি সংযোগ এবং রেল সেবার মান বাড়ানো দাবীতে গতকাল ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন টিকিট কাউন্টারের সামনে এক মানববন্ধন ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। পথ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সরোয়াদ্দি খান, সন্তোষ কুমার বাবু, এমদাদুল হক ও সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতা আবু এহিয়া খান। সমাবেশে বক্তাগন বলেন, সিরাজগঞ্জ রেল যাত্রীদের সাথে রেল কতৃপক্ষ বিমাতা স্বরুপ আচরন করছে। বিভিন্ন জেলায় যখন নতুন নতুন, ট্রেন লাইন দেয়া হচ্ছে যোগাযোগব্যবস্থা ভালো করার জন্য ঠিক তখন সিরাজগঞ্জকে রেল সেবা থেকে বঞ্চিত করার এক ষড়যন্ত্র করা হচ্ছে। রেল কতৃপক্ষের অবহেলা দুর্নীতি সিরাজগঞ্জ বাসীকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তাগন – অবিলম্বে লোকাল ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি বগি সংযোগ রেল সেবার মান বাড়ানো সহ সকল প্রকার দুর্নীতি বন্ধ করার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছে। অন্যথায় দুর্নীতিবাজদের রেল কতৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন।