নিজস্ব প্রতিবেদকঃ
পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকদের একটি অংশ।
আজ (বৃহস্পতিবার) বিকাল পৌনে ৫টার দিকে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিবহন শ্রমিকদের একটি পক্ষ লরি, ট্রাক ফেলে রাস্তা অবরোধ করে রাখেন।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, “শ্রমিকদের দুটি পক্ষ মারামারি করে রাস্তা বন্ধ করে রেখেছে। কী নিয়ে মারামারি করেছে আমি জানি না। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, “শ্রমিকরা রাস্তা বন্ধ করে রেখেছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিতে চেষ্টা করছি।”