মোহনগঞ্জ ( নেত্রকোনা)
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ” বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২০” ১লা ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেবেকা মমিন – মাননীয় সংসদ সদস্য,১৬০, নেত্রকোনা-৪। বিশেষ অতিথি ছিলেন মো. শহীদ ইকবাল -চেয়ারম্যান, উপজেলা পরিষদ মোহনগঞ্জ, লতিফুর রহমান রতন, মেয়র মোহনগঞ্জ পৌরসভা, আরিফুজ্জামান , উপজেলা নির্বাহী অফিসার মোহনগঞ্জ। প্রধান ও বিশেষ অতিথি উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের মনে উদ্দীপনার সঞ্চার করেন। উক্ত অনুষ্ঠানে অভিভাবক, আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।