অনলাইন ডেস্কঃ সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রিকশা আরোহী মা-মেয়েসহ চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি বাস তাদের বহনকারী রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।
নিহতরা হলেন- মালেকা বেগম (২২), মেয়ে ফাতেমা (৪) ও রিকশাচালক জুয়েল রানা (৪০)। মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী ও রিকশা চালক জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।