অনলাইন ডেস্কঃ
মাগুরার শ্রীপুরের রামচন্দ্রপুরে সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় আঞ্জু বেগম (২৮) নামে ১ গার্মেন্টকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী আঞ্জু করন্দী গ্রামের মোহাম্মদ মানিক শেখের স্ত্রী।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, সকালে আঞ্জু বেগম তার স্বামী মানিক শেখের সাথে মোটরসাইকেল যোগে উপজেলার আমতৈল সান অ্যাপারেলস্ গার্মেন্টে যাচ্ছিলেন। রামচন্দ্রপুর ব্রিজের কাছে এলে দ্রুতগতির একটি মাইক্রোবাস অতিক্রমের সময় তাদের মোটরসাইকেলটি ব্রিজের সাথে ধাক্কা লাগলে আঞ্জু বেগম রাস্তার ওপর ছিটকে পড়লে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঞ্জু বেগমকে মৃত ঘোষণা করেন।