সকালবেলা অনলাইন ডেস্কঃ
রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বস্তির এক বাসিন্দা জানান,এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আগুন লাগার খবরে সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত।
তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, রাত ৩টা ২৮ মিনিটের দিকে প্রথমে বনানীর গোডাউন বস্তিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের বাইদা বস্তিতেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট এবং পরবর্তীতে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যুক্ত হয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কোথা থেকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।