জবি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রোববার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা ত্রিশ মিনিটের দিকে মিছিল বের করেন তারা। মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে ওমর ফারুক কাওসার বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তারেক রহমান ছাত্রদলের অভিভাবক, দলের যেকোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরবর্তীতে যেকোনো কর্মসূচি পালন করবে জবি ছাত্রদল।