সকালবেলা অনলাইন ডেস্কঃ
রাজধানীর তেজগাঁওয়ে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক আটকিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে তারা অবস্থান নেন। এ সময় সড়কের দুদিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বসে পড়েন সড়কে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।
রাজধানীর তেজগাঁওয়ে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক আটকিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে তারা অবস্থান নেন। এ সময় সড়কের দুদিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বসে পড়েন সড়কে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে কানিজ গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।এক বিক্ষুব্ধ শ্রমিক জানান, কোনো কারণ ছাড়াই সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে গার্মেন্টস কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করে উল্টো ৩ দিন ধরে কারখানায় কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না,ভেতর থেকে ফটক আটকে রাখা হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে নেয়া হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে।