রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এবিষয়ে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর লিমা খানম জানান, বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে ডিআর টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বেলা ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৮ তলা ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আগুনের সূত্রপাত হয় ভবনের ১২ তলার একটি অফিসে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় তা বেশিদূর ছড়াতে পারেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রাথমিকভাবে সেখানে কারও হতাহতের খবরও পাওয়া যায়নি।