সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি জাতীয় পার্টির ওপর যে আক্রমণ হচ্ছে, তার অর্ধেক আক্রমণ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ওপর হয়নি।অর্ধেক অপমান-লাঞ্ছনা বিএনপির ওপর আসেনি।
গোলাম মাওলা রনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ অনেক ভালো কাজ করেছেন। কিন্তু আমরা তার সম্পর্কে কিছু শোনা কথা, মন্দ কথা মনের মধ্যে রেখে দিয়েছি। আর তার যে ভালো ভালো কাজ সেগুলো মনে রাখিনি। প্রশাসনিক বিভাজনের ক্ষেত্রে তার যে অসাধারণ চিন্তা ছিল। বিশেষ করে তিনি জীবনের শেষদিন পর্যন্ত আমাদের প্রাদেশিক সরকারের কথা বলেছেন। এটা আর কোনো রাজনীতিবিদ বলেননি। এটা হয়তো আরও পরে বাস্তবায়ন হবে। কিন্তু ওনি আমাদের চিন্তা-চেতনা থেকে অন্তত ৫০ বছর এগিয়ে ছিলেন।
বইটির লেখক সাঈদ তারেকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, সাবেক সদস্য আহসান হাবীব লিংকন, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন প্রমুখ।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে পবিত্র কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বইটি প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা। বইমেলার ৩৮১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।