সকালবেলা অনলাইন ডেস্কঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকী নদীর ব্রিজের নিচে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার এই জরিমানা করেন।এরপর সব মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলে ভ্রাম্যমাণ আদালত।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার সকালবেলাকে জানান, সকালে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুরের কালিগাঠ টেকের সাইফুল ইসলাম এর ছেলে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ব্যাপারে মুচলেকা রাখা হয়েছে।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা