স্টাফ রিপোর্টারঃ “গণমানুষের অধিকার প্রতিষ্ঠার গণসংস্কৃতি জোরদার করুন, গণসাংস্কৃতিক অভিযান হোক সমাজ বদলের হাতিয়ার” এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংহতি সংস্কৃতি সংসদ এর ৩য় কেন্দ্রীয় সম্মেলন। উক্ত সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ইফতেকার আহম্মদ বাবু কে সভাপতি, এ্যাপোল জামালী সাধারণ সম্পাদক ও শেখ মোঃ শিমুলে কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তোফখানা রোডে সংহতি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে এ জাতীয় কমিটি গঠিত হয়।
এর আগে সকাল ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংগঠনের আহ্বায়ক এ্যাপোলো জামালীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণসংস্কৃতি ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাল্টু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নি শিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, বিপ্লবী কৃষক সংহতি সভাপতি আনসার আলী দুলাল, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম ও খেতমজুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সজিব সরকার রতন। সম্মেলন সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সংগঠক শেখ মোঃ শিমুল।
সম্মেলনের শুরুতে গান পরিবেশন করেন সংহতি সংস্কৃতি সংসদ এর শিল্পীবৃন্দ।
পরে সম্মেলন স্থল থেকে ব্যনার ফেস্টুন নিয়ে র্যালী বের হয়। স্লোগানে স্লোগান মুখরিত হয়ে উঠে পল্টন এলাকা। র্যালীটি তোফখানা রোডের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু’র বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। #